
প্রকাশিত: Thu, Dec 21, 2023 8:40 PM আপডেট: Tue, Jul 1, 2025 9:45 PM
[১]ড. এ কে আব্দুল মোমনের নির্বাচনী প্রচারণা শুরু
আশরাফ চৌধুরী রাজু, সিলেট: [২]সিলেট -১ আসনে নৌকার পদপ্রার্থী ড. এ কে আব্দুল মোমেন তাঁর নির্বাচনি প্রচারিভিযান শুরু করেছেন।
আশরাফ চৌধুরী রাজু, সিলেট: [২] বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট নগরীর ১ নং ওয়ার্ডে শাহজালাল( র.) মাজার সংলগ্ন এলাকায় লিফলেট বিতরনের মাধ্যমে তিনি প্রচারাভিযান শুরু করেন।
[৩] প্রচারভিযানে ড. মোমেন ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করে নৌকার পক্ষে আগামী ৭ জানুয়ারী নির্বাচনে ভোট চান। [৪] এসময় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ড. এ কে আব্দুল মোমেন বলেন, নৌকা বাংলার জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক। তাই আগামী ৭ জানুয়ারী নির্বাচনে দলে দলে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবে। বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সমুন্নত রেখে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই।
[৫] তিনি আরো বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। জ্বালাও-পোড়াও-হত্যা কোন সুষ্ঠ রাজনীতি নয়। বিএনপির নেতৃত্বে পরিপক্কতার অভাব রয়েছে বলেই তারা ধ্বংসাত্নক হিংসার রাজনীতি শুরু করেছে।
[৬] বিএপির নেতারা শুধু টিভি চ্যানেলের টক শোতে সীমবদ্ধ বলে উল্লেখ করে তিনি বলেন, জনগনের কাছে তাদের কোন মুল্য নেই। কারণ তারা জনগণের জন্য রাজনীতি করেনা, ক্ষমতার জন্য রাজনীতি করে।
[৭] আব্দুল মোমেন একটি অবাধ সুষ্ঠু উৎসবমুখর নির্বাচনের জন্য ভোটারদেরকে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবারও আহবান জানান।[৮] এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুর রহমান আলোয়ার, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আনোয়ার সাদাত, মহিলা শ্রমিক লীগের সভানেত্রী নাজমা খানম, শফিউল আলম জুয়েল, রুবেল আহমদ, সোহাগ আহমদ ওয়েছ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।
[১]মঠবাড়িয়ায় অবৈধ গাড়ির বিরুদ্ধে প্রশাসনের অভিযান
সোহেল, মঠবাড়িয়া (পিরোজপুর) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঠবাড়িয়ায় প্রতিনিয়ত অবৈধ গাড়ির অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত। [৩] মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল কাইউম এর নির্দেশনা অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান ও মঠবাড়িয়া থানা পুলিশ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন।
[৪] সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিভিন্ন এলাকার অপরিচিত লোকজন আনাগোনা করছে। আবার অনেকেই বেপরোয়া গতিতে যানবাহন চালাচ্ছে। এতে করে প্রতিনিয়তই ছোট-খাটো দূর্ঘটনা ঘটছে। উপজেলা প্রশাসক মনে করেন অবৈধ গাড়ি এবং অচেনা লোকজনের কারণে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। তাই প্রতিনিয়ত অবৈধ গাড়ির ব্যাপরে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। [৫] উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল কাইয়ূম বলেন, মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন পয়েন্টে প্রশাসনের টিম মোবাইল কোর্টের মাধ্যমে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকদের সরকারি বিধি অনুযায়ী বিভিন্ন অংকের জরিমানা করা হয়। তিনি আরও বলেন গত দুই দিনে ১১টি লাইসেন্স বিহীন মোটরসাইকেল আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। বৃহস্পতিবার বিকেলেও অবৈধ গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। [১]নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে: হুইপ ইকবালুর রহিম এমপি
মো. ইউসুফ আলী: [২] জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার মানুষের কল্যানে কাজ করেন উল্লেখ করে বলেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে। ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আজ আলোকিত। কৃষকরা বিনামূল্যে সার বীজ পাচ্ছে। দেশে খাদ্যের কোন অভাব নেই। বাংলাদেশের মানুষ আজ শান্তিতে আছে। ভূমিহীনদের নিজস্ব ঘর-বাড়ী দিয়েছে। বেকারত্ব অনেক কমে গেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। স্বাস্থ্যখাত, ক্রীড়ার ব্যাপক উন্নয়ন হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন রকমের ভাতা পাচ্ছেন দরিদ্র মানুষেরা। গ্রামের মানুষেরা এখন বিদ্যুতের আলোয় ব্যবসা বানিজ্য শান্তিতে করতে পারছে। তিনি বলেন, বিএনপি-জামাতের আমলে এসব উন্নয়ন মানুষ স্বপ্নেও ভাবেনি। তারা শুধু নিজেদেরই উন্নয়ন করেছে। লুটপাট করেছে। অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন ¯’ানে নৌকা মার্কার ভোট চেয়ে গনসংযোগ চলাকালীন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত (নৌকা মার্কা)’র দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. তহিদুল হক সরকার, যুগ্ম সাধারন সম্পাদক শাহ ইয়াজদান মার্শাল, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রতন সিং, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসহাক চৌধুরী, সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাতুলুবুল মামুন, ইউপি চেয়ারম্যান মোকছেদ আলী রানা প্রমুখ।
আতাউর রহমান,আওয়ামীলীগ নেতা তহিদুল ইসলাম প্রমুখ।